টাকা দিয়ে
লড়তে পারো,ধরতে পারো
চড়তে পারো গাড়ি
টাকা দিয়ে
চালতে পারো,গালতে পারো
জ্বালতে পারো বাড়ি।
টাকা দিয়ে
ডাঁটতে পারো,কাটতে পারো
হাঁটতে পারো ডালে
টাকা দিয়ে
জানতে পারো,আনতে পারো
টানতে পারো জালে।
টাকা মানেই মেজিক চাল
বদলে দেবে জীবন তাল।