লোভ

মমিনুল হক

লোভটা কেবল বড় হবার
লোভটা যশ ও নামের
লোভটা কোথায় যায় পাওয়া সেই
মিষ্টি রসাল আমের।

লোভটা বড় চাকরি টাকার
লোভটা আরো পদের
লোভটা সদা নামী দামী
বিদেশী ব্র্যান্ড মদের।

লোভটা খুঁজে কই রূপসী
সঙ্গ  কোন নারীর
লোভটা ছুটে চায় আলিসান
পাকা দালান  বাড়ির।

লোভটা সদায় স্বার্থ নিয়ে
চায় সুখে দিন বাঁচায়
লোভে লোভে বন্দী সবাই
আমরা লোভের খাঁচায়  ।