লুকোচুরি
সুখের সূতায় রঙিন আলো
কাঁচের ঘরে কালি
বুকের আকাশ শূন্য কেনো
বাগান পুড়ে খালি।
ঘরে আছি ঘর বানিয়ে
সামনে থাকো তুমি
ধূ ধূ জ্বলে তীব্র খড়ায়
বালির মরুভূমি ।
আশার আশায় দরজা আঁটা
আশার ঘরে তালা
খুলতে গেলে যায় পালিয়ে
এই কি মহা জ্বালা ।
স্বপ্ন ঘেঁষে ঝর্ণা ঝরে
আগুন জ্বলে মনে
বুকের কথা যায় কেঁদে রোজ
একেলা নির্জনে।