লুকোচুরি

মমিনুল হক

লুকোচুরি খেলছি যতই
সত্যটা তো জানি
চারদিকে লোক ফুসুর ফাসুর
করছে কানাকানি।

বোবা মেয়ে মাত্র বয়স
পা দিয়েছে সাতে
পশুর লালস শিকার হয়ে
ঘটল যা কাল রাতে।

প্রভাবশালীর প্রভাবে তা
মুখ খুলেনা আর জনতা
চুপ মেরে যায় ভয়ে ভয়ে
নেই মুখে টু, রা নি।

সত্যটা কি স্পষ্ট ভাবে
আমরা তো সব জানি।