মুখে যত হাসি আছে
হেসে যা রে আসরে

দেখ দেখ গেছে চলে
মাটি থেকে পা সরে ।  

এই মাটি বড় খাঁটি
বেইমানি সয় না

দুষ্টের লাফ দেখে
ভয়ে ভয়ে রয় না।

দেশ,মাটি,আত্মার
লেলিহান আগুনে

হল শুরু পোড়া আজ
দেখে দেখে যা গুনে।