তিন মাসে ঋণ শোধ করোনি
সে ঋণ এখন বেড়ে
ভিটেমাটি গ্রাস করেছে
সব নিয়েছে কেড়ে।

ঋণ মানে এক গলায় ফাঁস
শিকল পরা পণ্য দাস
সুখ চাবি সব খুইয়ে হাঁটো
লেজুড় নেড়ে নেড়ে।

লোভের টোপে নিলো বুঝি
যা ছিল আজ কেড়ে।