বর কনে
মমিনুল হক
ব্যাপারটা নয় রেয়ার
দেখুন না আজ ঘরে ঘরে
বিয়ের আগেই কন্যা বরে
করছে নানাহ শেয়ার ।
চাই কি কত স্বপ্ন আশা
কার কত রূপ ভালবাসা
জেনে বুঝে চলছে খেলা
মনটা দেয়া নেয়ার।
কে কি বলে বলুক লোকে
নেই পরোয়া ওসব ও-কে
লোকের কথায় কি আসে যায়
শুনছে এসব কে আর।
মনটি দেয়া নেয়ার
শেয়ার করাই ফেয়ার।