জীবন নিয়ে চেপ্টে আছি
কেমন করে আমরা বাঁচি।
ঘরে জ্বালা বাইরে তালা
নেই আমাদের মামু খালা।
মধ্য আয়ে জীবন চলা
কষ্ট যে কি যায় না বলা।
নেই আমাদের বাড়তি রূজি
সস্তা পচা বাজার খুঁজি।
যা মিলে তাই ঢুকাই পেটে
এ ভাবে দিন যাচ্ছে কেটে।
আমরা শ্রমিক নিম্ন আয়ে
দাড়িয়ে আছি জীর্ণ পায়ে।
সমাজ জাতি রাষ্ট্র নেতা
কেউ বুঝে না দুঃখ ব্যথা ।
কার কাছে যাই কাকে বলি
কষ্ট নিয়ে কষ্টে চলি।