কবিতার মিছিল

মমিনুল হক

যেখানে ন্যায়ের পাখাকে শক্ত ভাবে বেঁধে রাখা হয়
যেখানে ফুলের পাঁপড়িগুলুকে দলা করে ছুঁড়ে মারা হয় আগুনে
যেখানে সাহসী কণ্ঠকে ফাঁস দিয়ে করা হয় স্তব্দ
যেখানে বর্বর নেশাখোর উল্লাসে লুণ্ঠন করে মানুষের সম্ভ্রম
যেখানে মেধাবীদের ধরে নিয়ে হাত বেঁধে করা হয় নির্মম অত্যাচার
যেখানে উন্মাদ পশুরা পাহারাদার হয়ে ঘুরে বেড়ায় জনপদে
যেখানে দাম্ভিক প্রভুরা নির্যাতনের নূতন কৌশল আবিষ্কারে থাকে ব্যস্ত
যেখানে স্বার্থপর ত্রাস সৃষ্টিকারীরা থাকে ক্ষমতার মসনদে
যেখানে নৈতিকতা পঙ্গু বৃদ্ধের মত বোবা হয়ে করে কান্না
সেখানে কবিতা আর শব্দের মিছিল কি করতে পারে বলুন ?
পারে
        শব্দের মিছিল ই পারে
                                   পৃথিবীটা বদলে দিতে
এ বিশ্বাস জেগে আছে বলেই আজ আমি শব্দের মিছিলে ঘুরি।