মন্দটাকে উড়িয়ে দিয়ে
দ্বন্দ্বটাকে এনে
বন্ধ ঘরে বন্দী করে
বাঁধব শিকল চেনে।
গুজবটাকে ফাঁসি দিয়ে
মিথ্যাটাকে ধরে
সীলগালা এক বাক্সে তাকে
রাখব জীবন ভরে।
আইনটা এনে দ্বারে দ্বারে
অস্ত্র দিয়ে হাতে
নজরদারি করব যেন
পালায় না সংঘাতে।
লোভটা আসল শত্রু তাকে
শক্তি দিয়ে জোরে
সবাই মিলে শাস্তি দেবো
আগুন জ্বেলে পুড়ে।