কাটা ঘায়ে দিলি নুনের ছিটা
তোর জুলুমে গেলো বাস্তু ভিটা ।
চক্ষু বেঁধে গলায় ধারাল ছুরি
জমা -জমি হল দখল তোরই।
আমরা পথে নেই কোথাও ঠাঁই
গতর খেটে যা মিলে তা খাই ।
লজ্জা কেন মজুর খাটি তাতে
হালাল রূজি চলছি পেটে ভাতে।
তুই হলি এক জালেম পাপী নেতা
এই পৃথিবী জানে না আজ কে তা।