যা কিছু আজ
ঘটবে  সব ঘটুক।

তবু বলবো।
বলতেই হবে।
অই পান্ডারা ভীষণ চটবে
চটুক।
আমার কথা আমি বলবো।
চিৎকার  করে বলবো।
হাজার মানুষের  সামনে বলবো।

ওরা আমাকে বলৎকার করেছে।
আমার হাজার আকুতি
শোনেনি ওদের কান
ওরা মানুষের  চেহারায়  
আস্ত শয়তান ।

আপনারা দেখবেন?
দেখুন, দাড়িয়ে দাড়িয়ে।
সব খুলে দেবো।
চোখ ভরে দেখুন
মেয়ের মত, নাকি বউ এর মত
লাগে দেখতে।

আমার শরীরে
দাঁতাল পশুদের কামড়
দেখুন চোখ খুলে।

লজ্জা করে না
মানুষের পরিচয় দিয়ে বাঁচতে?
পশুদের ভয়ে যারা কাঁপে থর থর।
ছি হাজারো ছি!