কান্না

মমিনুল হক

কান্না গুলো রান্না করে হচ্ছে আমার ভোজ
জ্বলছে বুকে পেটে আগুন দেখুন নিত্য রোজ।
স্বপ্ন গুলো উড়ছে হাওয়ায় মেঘে আকাশ ঢাকা
ফসল ভরা মাঠ গুলো সব উজাড়  হয়ে ফাঁকা।
রক্ত ঝরে হৃদয় চুঁয়ে পিঁদিম গেছে নিভে
আঁধার ঘেরা বদ্ধ দুয়ার কে আর খুলে দিবে।
দূর পাহাড়ে শিয়াল  ডাকে হাড্ডি কাঁপা শীতে
ছটফটানো বিরস প্রাণে সুর বাজে আর গীতে।
বাদল ঝরা আষাঢ় ঘরে বৃষ্টি গড়ায় মেঝে
ফুঁটো হওয়া ঠাঁই ছেঁড়া ঘর খোঁজ নেবে আর কে যে ।
ঠাসাঠাসি জীবন কেমন সাগর জলে ভাসে
বিবেক হারা মানুষগুলো বিভোর হয়ে হাসে।

Sent from Yahoo Mail on Android