দাঁড়, পাতিকাক লড়ছে লড়াই
সকাল থেকে কাল
চলছে কা কা, যায় না থাকা
এই কি রে জঞ্জাল ।
ব্যাপারটা নয় তামশা হাসির
ঘুম কেড়েছে নগর বাসীর
জলদি সভা ডাক
নগর জুড়ে কা কা সুরে
মিছিল মিছিল কাক।
পাঁতির মেয়ে,দাঁড়ের ছেলে
জড়াজড়ি পাখনা মেলে
এই ঘটনা, হয় রটনা
মিছিলে উত্তাল ।
দাঁড় পাতিকাক করছে লড়াই
সকাল থেকে কাল।