দেশটা হাতের  মোয়া?
দেশকে নিয়ে খেলছে খেলা
অন্ধকারে জুয়া।

ছাত্র যুবা বীর জনতা
দেখছো আজ কার ক্ষমতা
চারদিকে ঐ ওড়ছে শুধু
বিজয় রণের ধূঁয়া।

দেশ নিয়ে ফের খেললে খেলা
দেখবে তখন কেমন ঠেলা
গাঁও শহরে শোনবে শ্লোগান
ভূঁয়া ভূঁয়া ভূঁয়া।

দেশকে নিয়ে খেলছে কারা
ভিন দেশী চাল জুয়া।