ধরো
রুই, কাতলা,দামড়া ,ছাগল
ভণ্ড  মাতাল  অর্ধ পাগল
খাঁচার ভেতর করলে তুমি জড়ো।

চুরিধারী,ধান্ধাবাজীর
মতলবীদের করলে হাজির
অথর্বদের ঠাঁই  দেবে নেই
এমন একটি ঘর ও।

ওরা দেশের  চর
কে দেবে ঠাঁই ঘর।