যদি বলি
তোমার মনে লুকিয়ে আছে
আমার মনের কথা
তুমি ই হলে আমার ঘরে
মনের স্বর্ণলতা।
যদি বলি
আকাশ নীলে সুদূর বিলে
তোমার ওডাওড়ি
ডানায় বসে দিতাম তোমায়
কত্তো যে সুড়সুড়ি।
যদি বলি
স্বপ্ন ঘেরা গাঁয়ের মাঠে
নদীর শীতল পাড়ে
ঘুরতে গিয়ে চোরা কাঁটা
বিধল শাড়ির পাড়ে।
যদি বলি
হাসত পাখি গাইত কোকিল
নাচত ফুলের রানী
চাঁদনি রাতে হলো যখন
প্রথম জানাজানি।
সেই থেকে আজ তোমার আমার
এক হয়ে এক দিল
হাসি খুশি কাটছে মোদের
সব কাজে পাই মিল।
যদি বলি।