এই যে আলু
এই যে পটল
এই যে শশা কুমড়া
হাট বাজারে
দেখছি না যে
কোথায় গেলে তোমরা ।
আমরা আছি
এতই কাছে
বাজার এখন
হাতেই আছে।
অর্ডার দেবেন
বুতাম চেপে
হাট-বাজারের
নূতন এ্যাপে।
হাজির হব
প্যাকেট ভরে
মিনিট দশেক
থাকেন ঘরে।
ঘরে ঘরে
আয়েস খুশি
নেই কারো মুখ গোমড়া ।