ঘাস খাবি,বাঁশ খাবি
তুরুপের  তাস খাবি
জুতা খাবি,গুঁতা খাবি
শিল পাটা পুঁতা খাবি
কাঁদা খাবি বাঁধা খাবি
কোটি টাকা চাঁদা খাবি
চাল খাবি,ডাল খাবি
রাতভর মাল খাবি
ঝারি খাবি,বাড়ি খাবি
টুকটুকে শাড়ি খাবি
টাকা খাবি,চাকা খাবি
ইট,বালু পাকা খাবি
গালি খাবি,তালি খাবি
মুখে চুন-কালি খাবি
তালা খাবি,ছালা খাবি
খেতাব আর মালা খাবি
খেয়ে ধেয়ে দে রে ছুট
হরিলুট,হরিলুট।