হিংসা

মমিনুল হক

জেট কামানের শক্তি কত
শক্তি দেখুন পেশীর
শক্তি এখন রাজ ক্ষমতায়
দাপট দেখায় যে শির।

নেই ভাল আজ আমি তুমি
দেশটা যেন বধ্য ভূমি
আতঙ্ক ভয় ছড়িয়ে আছে
হিংসা রেশারেশির।

জেট কামানের শক্তি কত
শক্তি এখন পেশীর।