কাঁচের ঘরে নাচের পুতুল
সূতায় আছে বাঁধা
মানুষ মানুষ চেহারাটা
কেমন তরো গাধা ।
যেমনি নাচায় তেমনি নাচে
নেচে গেয়ে খেয়ে বাঁচে
আহা মানুষ, রঙের ফানুস
কেবল গোলক ধাঁধাঁ।
মাথা মগজ পড়ছে ঝুঁকে
আজব খেলা এই মুলুকে
সুখ,দু‘দিনের বন্দী খাঁচায়
হাত,মাথা,পা বাঁধা।
আজব রকম গাধা।