সত্য গেছে দূর দেশে আর
লাভ হবে না খুঁজে
হাতে হাতে অস্ত্র বোমা
বাড়ছে এ পেট ভোজে।
অন্যায়ে নেই কোন বাঁধা
যা খুশি হয় তোলরে চাঁদা
দু‘হাতে কর কামাই রুজি
চোখ দু‘খানি বুজে।
সত্য ন্যায়ের দিন ফুরাল
মিথ্যা এখন রাজা
নীতি কথার পুটলা নিয়ে
সামনে থেকে যা যা।