মায়ের চেয়ে ও মাসীর দরদ বেশি
পিতলা খাতির বাড়তি ঘেঁষাঘেঁষি।
আসল কাজে নেই যে মনোযোগ
গোড়ায় গলদ চিন্তায় আছে রোগ।
জ্বলছে আগুন দেশের বাজার হাট
চোরের দলে নিচ্ছে আয়ের পাঠ।
যায় বাজিয়ে উন্নয়নের ঢোল
ঢিলে মাথায় মস্ত গন্ডগোল।
পায়ের তলায় নেই যে মাটি বাকি
নিজ ঠিকানায় যা আছে সব ফাঁকি ।
আবোলতাবোল চলছে বকাবকি
নিজের খেলায় নিজের হল ঠক ই।