আমরা গরু তাগড়া তাজা
নেই যা মুখে ভাষা
বৃষ্টি রোদ আর শীত সকালে
চাষ করে যায় চাষা ।
যাই খেটে রোজ গরুর মত
খাই যা দেবে খেতে
ওতে ই খুশি আমরা গরু
দুঃখ ও নেই এতে।
যখন খুশি পিঠে পাছায়
লাগায় বাঁশের লাঠি
হাঁটায় যেন তেজ কমে না
খাটতে হবে খাঁটি।
বাবাও গরু, মা ও গরু
জন্ম গরুর পেটে
ভাগ্যটা তাই হয় না বদল
বাঁচতে হবে খেটে ।
বিপদ আপদ আসতে থাকে
বিপদ নিয়ে ই থাকি
গরু মানে ই অধীন কারো
স্বাধীন হবো নাকি ।
টানব গাড়ি,জোয়াল কাঁধে
ভাগ্যে যখন লেখা
ভয় লাগে খুব মনিব ঘরে
কষাই দিলে দেখা ।
কষাই মানে ই জীবন লীলার
ঘটবে কারো ইতি
আমরা গরু নেই আমাদের
বাঁচার নিয়ম নীতি।