কেমন করে এমন কথা
বলো তো আজ ভাবো
আগের মতো জীবন ঘুরে
ফিরে কি আর পাবো।

অশান্তি যা আসছে ঘিরে
বন্দী হবো সেই প্রাচীরে
লোভের পাপে হাবুডুবু
ঘাঁই গুঁতো সব খাবো।