ঘুষের টাকায় হুঁশ থাকে না
দোষ থাকে না ঘুষে
খাচ্ছি ভালো, যাচ্ছি ভালো
ঘুষের রক্ত চুষে।

অফিস পাড়ার টেবিল চেয়ার
কলম, জুতো টাই
সবার পেট ই বাড়ছে তবু
বলছে কি আর খাই।

দিনে দিনে হচ্ছি মোটা
মুরগি তো খাই একটা দু‘টা
মাঝে মাঝে গোস্
আয় বুঝে ব্যয় করছি ও তে
কি আর এমন দোষ।

চাকরি করে ক‘টাকা আয়
আয়টা ভাল ঘুষ।