গোলমাল গোলমাল
দেশটার এ কি হাল
গোলমাল গোলমাল ।
অশনির হালচাল
চলবে তা কত কাল
গোলমাল গোলমাল ।
কেউ জোরে মারে ফাল
নেই জানা নেই তাল
গোলমাল গোলমাল ।
ঘুঘুরা তো লালে লাল
ঝোঁক বুঝে ধরে ঢাল
গোলমাল গোলমাল ।
কারো সুখে দিনকাল
কারো পিঠে নেই ছাল
গোলমাল গোলমাল ।
চলবে তা কত কাল
অযাচিত গোলমাল।