ঘুষ নিও না ঘুষ দিও না
ঘুষ খেও না ঘুষ
ঘুষ মানুষের নেয় ছিনিয়ে
বিবেক থেকে হুঁশ ।
ঘুষটা নেশা বিষের মত
সমাজ জীবন করছে ক্ষত
ঘুষ কেড়ে নেয় মগজ থেকে
সুশীল নামের কোষ ।
এই সমাজের শত্রু ব্যাধি
কে দেবো কার দোষ
গিফট উপহার যা-ই বলি না
আসলে ই তা ঘুষ।