বাবার হবে শ‘কোটি আর
আমার একটু বেশি
জ্ঞাতি গোষ্ঠী ছড়িয়ে আছে
অনেক সারা দেশই।
ছেলে,মেয়ে,ভাস্তে, নাতি
সবার নানা ব্যবসা-পাতি
কত রুজি,পূঁজি এসব
যায় গুনে তার শেষ ই।
অর্থ মানে বর্তমানে
খ্যাতি,সুনাম সবই আনে
যায় কেনা আইন শাসক নেতা
অর্থ বিরাট পেশী ।
এই জগতের যাদুর কাঠি
অর্থ হল জিন্দা ঘাঁটি ।