ঘাস
মমিনুল হক
ঘাস
আমার মত কপাল পোড়া
আর পাবিনে বিশ্ব জুড়া
রোজ সকালে যাই হেঁটে তুই
দেখতে কিছু পাস ?
ঘাস
চালাক চতুর মানুষ গুলো
লুটছে দেদার দিচ্ছে ধূলো
সরল সোজা গোবেচাদের
করছে সর্বনাশ ।
ঘাস
যায় মাড়িয়ে সবাই তোরে
পোড়া কপাল পোড়েই পোড়ে
ভ্রষ্টরা সব নষ্ট করুক
এই কি তবে চাস?
ঘাস
আমি অধম কপাল পোড়া
জোড়া দিলেও নেয় না জুড়া
কলুর বলদ টানছি ঘানি
খাটছি বার মাস।
ঘাস
তোর শরীরে আমার শরীর
করছে বসবাস।