ঘড়ি

মমিনুল হক

আমারই সে ঘড়ি
ছ’টার খবর ন’টায় এসে
বলছে আবার স্যরি ।

কি আর বলি জ্বলছে গা টা
নষ্ট হয়ে ঘড়ির কাটা
ন’টার অফিস মিছ তো হল
এখন কি আর করি।

এলার্ম দেয়া জীবনটাকে
বন্দী করে অলস তা’কে
বুকের ভেতর একটা ঘড়ি
এলার্ম দিয়ে গড়ি।