(রক্তে রঞ্জিত প্যালেস্টাইনবাসী)
এই চোখ এই মুখ
এই দু‘টি হাত
এই গা, এই পা
চলে দিন রাত।
এই বুক, নেই সুখ
এই খাড়া কান
শোনে গুণে এই এলো
পশু অভিযান ।
এই জ্ঞান , এই ধ্যান
এই রণ ডাক
ক্ষমতার দাপটে কি
ধরা নির্বাক ।
মানুষের রক্তে
মাটি আজকাল
মানবতা কেঁদে ফিরে
হয় লালে লাল।
পৃথিবীতে দেখি শুধু
মানুষের আকাল।