ফুল  

মমিনুল হক

একটি ফুলের ঘ্রাণ ছিল কম
একটি ছিল  বেশি
একটি নাকি ভিনদেশী আর
একটি হল দেশী ।

দেশী এবং ভিনদেশী ফুল
গোলাপ টগর চম্পা বকুল
ঘ্রাণে প্রাণে দেয় দোলা এক
কেন যে রেশারেশি।

ফুলে ফুলে নেই দু‘টি রূপ
ফুলেরা ফুল কি অপরূপ।