শূন্য ঘরে নিরব দেয়াল
শূন্য মায়ের খাট
হৈ হুল্লোড় থেমে গেছে
শূন্য খেলার মাঠ।
কিচিরমিচির সন্ধ্যা সকাল
ভাটির নায়ে পাল
নিঝুম কেন স্তব্ধ এ গাঁ
কোথায় চাষীর হাল।
প্রাণ পরশের বুটা ছিড়ে
কে কেড়েছে গান
স্বাধীন সুখের দিনগুলোকে
ফিরিয়ে তোরা আন।