ফেরিওয়ালা

মমিনুল হক

টাটকা কথার  ঝুড়ি নিয়ে
আর কতদিন ফেরি
উলট পালট হলেই দেবে
পায়ে ডাণ্ডা বেড়ি ।

উচিত নিয়ে চললে পরে
পাচার হবেন যমের ঘরে
উচিত  ছেড়ে নকল নিয়ে
ব্যবসা ধরেন এর ই।