একটা ছেলে ওড়ায় ঘুড়ি
একটা খেলে মাঠে
একটা ছেলে মন দিয়েছে
ভূগোল স্যারের পাঠে।

ভূগোল স্যারের মেজাজ কড়া
একটু খানি ভুলে
চিকন বেতের বাপরে কি মার
চামড়া নেবে তুলে।

অংক স্যারের মাথায় চলে
অংক নিয়ে খেলা
ইংরেজী আর রসায়নে
লেগেই আছে ঠেলা ।

পড়া পড়ায় ব্যস্ত সময়
ছাত্র জীবন এই
চেষ্টা ছাড়া মানবে না আর
হার সে কিছুতেই।

হেলা খেলায় কাটায় যারা
থাকে সবার পিছে
ছাত্র জীবন নষ্ট করে
জীবনটা হয় মিছে।