তুমিই বলেছিলে
ভালবাসার চাদর দিয়ে মুড়ে দিও
আমার শরীর
কঁচি কঁচি লাজ।
তোমার কথাগুলো
মোমের মতো গলে গলে
জমছিল আমার বুকে।
হলুদ পাখির মত
চঞ্চল
উপচে-পড়া আনন্দ
আমি লুকাতে পারছিলাম না।
বাঁশের পাতার ফাঁকে লুকানো
চাঁদ মিটিমিটি হাসছিলো।
ঝিলমিল জলে
আদরের পাখা মেলে মনে হয়
দু‘জন খুব ওড়ছিলাম সে রাতে
আর
বাকি টুকু তুমিই বলো।