ঈদের স্বপ্ন

মমিনুল হক

গরম টাকা, টাকার থলি , টাকার কুমির যারা
হাট বাজারে কেনা কাটায় ছুটছে কেবল তারা।
গরিব মজুর মধ্য আয়ের যাদের অনেক দেনা
নূতন জামা জুতো ওদের হয়না কিছুই কেনা।
চমক রাঙা ঈদের পোশাক সুগন্ধি গায় মেখে
মধ্য, গরিব লোকগুলো তা দু’চোখে যায় দেখে।
অভাবে যার দিনগুলো তার যাচ্ছে শুধু কেটে
ঈদ আসে কই জীবন ওদের চলছে কেবল খেটে ।