দেখ ওদিকে একটি চাদর
মায়ের স্নেহ মায়ের আদর
বোন প্রিয় মুখ ছোট্ট মিনা
পথ চেয়ে দিন গুনছে কিনা
আসছে ঈদে ভাই
ভাবনা গুলো মাথায় ঘুরে
প্রবাস জ্বালা এই সুদূরে
কেমন কাটাই কেমন জ্বলি
কান্না বুকের কাকে বলি
জবাবটা তার নাই।
প্রবাস মানে ওরাই বুঝে
হৃদয় যাদের স্বজন খুঁজে।