একটি কবিতার মৃত্যু বার্ষিকীতে
মমিনুল হক
বন্ধুগণ গেল বছর এই দিনে
মিথ্যে অভিযোগ এনে
একটি কবিতাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল।
আজ আমরা সেই কবিতার প্রথম মৃত্যু বার্ষিকী
পালন করতে এখানে একত্রিত হয়েছি। কিন্তু
আমাদের কাছে তার কোন প্রতিকৃত নেই।
প্রতিকৃতি থাকা কি জরুরী ?
সমবেত কবিদের মধ্য হতে একজন শুরু করলেন এ ভাবে
“আমরা যারা তার মৃত্যু বার্ষিকী পালন করতে এসেছি
ফাঁসিতে ঝুলার অগো সে নিজেই বলে গেছে
আপনারা তার প্রতিকৃতি কোথাও খুঁজে পাবেন না।”
তার কথায় , “ আমার প্রতিকৃতি পৃথিবীর সমস্ত
কবিদের মেধায় থাকবে মিশে......