পুতুল খেলার রিতু এলো
মাথায় গুঁজা ফুল
মিতুর কাছে এসে বলে
দেখত আমার চুল।

আছে চুলে রঙিন  ডানা
প্রজাপতি পাখির ছানা
জলদি জানা রহস্য কি
আসল কথার মূল

চুলে ফুলের পাঁপড়ি দেখে
করছে কিনা ভুল।

ফুল দেখে তার মাথার চুলে
দুষ্টু গুলো খেলছে মূলে।