বিপিন বাবুর তিনটি মেয়ে
সবার ছোট কণা
মিনার সাথে হয় না কভু
তাহার বনিবনা।
মিনার চুলে মারবে টান
বীণাকে কয় গাইতে গান
নেই মনোযোগ পড়াশোনায়
খেলাতে আনমনা ।
বীণার সাথে ঘুমায় রাতে
সকালে তার ঘুম ভাঙাতে
একে একে ডাকাডাকি
বলব কত জনা।
দুষ্টু মেয়ে মিষ্টি মেয়ে
ছোট্ট মেয়ে কণা ।