ধূর্ত শেয়াল
রাখছে খেয়াল
লাফিয়ে যাবে
টপকে দেয়াল ।
দেয়াল ভীষণ
নাছোড় ধীরে
চার দিক হতে
আসছে ঘিরে।
উপায় কিরে
মরবে নাকি
চলবে না আর
ফন্দি ফাঁকি ।
সব চালাকি
এবার ফাঁদে
ধূর্ত শেয়াল
হু হু কাঁদে।
চালাক তোমার চালাকি
মূল্য দেবার পালা কি!