চাকু এবং ডাকু
মিলটা যেন সাঁকো ।
ডাকু ডেকে
চাকু রে কয়
লোকে শুধু
তোকে যে ভয়।
তোর ভয়ে দেয়
হাতে তুলে
কি দোষ আমার
বলতো মূলে?
চাকু মুচকি হাসে
একটু গলা কাশে।
আমি চাকু
তোমরা ডাকু
আমায় নিয়ে খেলো
তোমরা করে খুন খারাবি
আমার দিকে ঠেলো।