ডুব

মমিনুল হক

সাগর সাগর জলের কাছে
বৃষ্টি এসে বলে
কি আছে তোর অথৈই সাগর তলে?

সাগর বলে বৃষ্টি ফোঁটা
কি লাভ জেনে বলনা ওটা
মানিক রতন খুঁজতে লোকে
ডুবায় এসে আমার বুকে
বিনা লাভে কেউ কি ডুবায় জলে।