ডলার
মমিনুল হক
ডলার চেনেন ডলার
ডলার নিয়ে কয়টা কথা
আছে আমার বলার।
কৃষ্টি মেধা চর্চা ঞ্জানের
সংস্কৃতি আর বাদ্য গানের
কিংবা শিল্প কলার
আসন পেতে বসে আছে
মাঝ খানে এই ডলার
তাকে নিয়ে আছে আমার
কয়টি কথা বলার।
ঞ্জানী গুণী শক্ত দাদা
বাদশাহ উজির পাইক পেয়াদা
সাহস আছে কারো নিজের
মর্জি মত চলার
নজর রাখে ডলার
তাকে নিয়ে আছে আরো
কয়টি কথা বলার।
সুনাম খেতাব দামী গাড়ি
চোখ ধাঁধানো মস্ত বাড়ি
পাবেন আরো মধ্য চেয়ার
মালাও কত গলার
আসল হল ডলার
তাকে নিয়ে আছে আমার
একটি কথা বলার।
চাবি কাঠি নকশা বাঁশি
চলছে নিরব পাশাপাশি
সঙ্গে নিয়ে পকেট ভরা
যাদুর ছোঁয়া ডলার
আর কিছু নেই বলার
ডলার মজার ডলার ।