ইস
ভিজিটে তোর
এত্তো কেন ফিস।
কত্তো খাবি
মাঝে মাঝে গরিবদের ও দিস।
তোর মা তোকে
চায় রে অহর্নিশ
বৃদ্ধ 'মা'টির
খবর কিন্তু নিস।
কাজের মাঝে সারাক্ষণ থাকিস
আপণ জনের সঙ্গে কিছু মিশ।
ইস
সত্য কথা বলছি, লাগে বিষ।
ইস রে আমার ইস
ক্ষমা করে দিস।