মমিনুল হক

দুঃখগুলো কাঁদছে বসে
অলিগলি পথে ঘাটে
পুকুর পাড়ে,
ছনের ঘরে গাছের তলে দুঃখগুলো
শুয়ে শুয়ে স্বপ্ন দেখে।

হাট বাজারে ঘুরে ঘুরে
ছালার ব্যাগে চুপসে থাকে।

রোদে পুড়ে কালো কালো ছাই
ফেলে যায় রাস্তা  ঘাটে।

দুঃখগুলো
গভীর রাতে সুর তুলে গায়
জীবন কথা
জানলা দিয়ে চাঁদ উঁকি দেয়
বকুল এসে পাপড়ি মেলে
চুপে চুপে কি যেন কয়।

দুঃখ গুলোর কষ্ট দেখে
বুকে আমার  জড়িয়ে ধরি।
মাঝে মাঝে গভীর রাতে
সত্যি ওদের কান্না শুনি।