ঘুমিয়ে আছেন উঠুন উঠুন
জলদি করে জাগুন
সামনে পিছে ধা ধা জ্বলে
আগুন আগুন আগুন।

বাইরে আগুন জ্বলছে ঘরও
হচ্ছে না হুস দেখার পরও
বাঁচান মানুষ বাঁচান এ দেশ
ঝাঁপটে কাজে লাগুন।