আসেন আসেন এসেই দেখেন
আছে অনেক ডিম
কোন কিছু জানতে হলে
হেল্পে আছে টীম।

ডিমের টীমে সবাই জানু
কথার প্যাচে জ্যান্ত ভানু
ব্যবসাতে আয় রমরমা তায়
সাপ্লাই এ হিমসিম।

আসেন আসেন হাজার টাকায়
স্বাস্থ্যকর এই ডিম।